রাঙামাটিতে লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন
রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে উদ্বোধন হয়েছে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।
জেলা প্রশাসক বলেন, এই মেলা আয়োজনে তরুণ সমাজের ব্যাপক উৎসাহ দেখা গেছে। পাহাড় ও সমতলের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই মেলার মাধ্যমে।
মেলায় স্থান পেয়েছে রাঙামাটির স্থানীয় ও ঐতিয্যবাহী হস্তশিল্পের স্টল, নানা বাহারি খাবারের দোকান, নাগরদোলাসহ বিভিন্ন কারুশিল্পের স্টল। মেলায় সর্বমোট দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে।
মেলায় জুলাই অভুত্থানের নানা চিত্রপট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাহাড় সব খবর