Cvoice24.com

কাপ্তাইয়ে পাহাড় কাটার সত্যতা পেল পরিবেশ অধিদপ্তর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:২২, ২০ জানুয়ারি ২০২৫
কাপ্তাইয়ে পাহাড় কাটার সত্যতা পেল পরিবেশ অধিদপ্তর

কাপ্তাই উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পাহাড় কাটার স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমে তিনি এক কথা বলেন। 

এর আগে ঘটনাস্থল পরিদর্শন যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় পাহাড় কাটার সত্যতা পায় সংস্থাটি। একই সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত অবগত হন। 

পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শনকালে অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পাওয়া গিয়েছে। এ অবৈধ কাজের সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি (বুধবার) অনলাইন পোর্টাল সিভয়েস২৪ এ পাহাড় কাটায় আ.লীগ-বিএনপি ভাই ভাই! শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর।