শহীদের ঈদ এসেছে আজ
সিভয়েস২৪ প্রতিবেদক
‘শহীদের ঈদ এসেছে আজ
শিরোপরি খুন-লোহিত তাজ....
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ‘শহীদের ঈদ’ ঘুরে এলো। আজ পবিত্র ঈদুল আযহা। আনন্দ আর খুশিকে ছাপিয়ে এ দিনটিতে বড় বিষয় ত্যাগের শিক্ষা। সামর্থ্যবান মুসলমানরা পরিশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন এদিন।
তার আগে নতুন কাপড় পরে সুগন্ধি মেখে মসজিদ-ঈদগাহে দাঁড়াবেন ভেদাভেদ ভুলে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জমিয়াতুল ফালাহ ময়দানে, সকাল সাড়ে ৭টায়। মসজিদের খতিব সৈয়দ আবু তালেব আলাউদ্দিন আল কাদেরী ইমামতি করবেন। একইস্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হকের ইমামতিতে। এছাড়া নগরের ৪১ ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘আমি আশা করি, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে। আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবন স্বপ্নের অসাম্প্রদায়িক, উন্নত-সমৃদ্ধ আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’