হিফজুল কুরআন প্রতিযোগিতা : রাউজান-রাঙ্গুনিয়া অডিশনে ইয়েস কার্ড পেলেন ১০ হাফেজ
সিভয়েস২৪ ডেস্ক
গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ এর রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাউজান উপজেলার দলিলাবাদ এলাকায় দায়রা শাখা কার্যালয়ে ওই অডিশনে ১৫০ কুরআনে হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিচারকরা ১০ জনকে পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড দেন।
এ সময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদ খান, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, দারুততায়ালীমের সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহউদ্দিনসহ রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা কার্যকরী সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ৩০ অক্টোবর চট্টগ্রামের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ এর উদ্বোধন করেন সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।
সারাদেশে সব জেলা ও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ এর অডিশন অনুষ্ঠিত হবে।