Cvoice24.com

মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা: চসিকের পদোন্নতি বিষয়ে সভা নয়

প্রকাশিত: ১০:৫৭, ১৯ এপ্রিল ২০১৮
মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা: চসিকের পদোন্নতি বিষয়ে সভা নয়

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বিষয়ে কোন সভা অনুষ্ঠান না করার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

পদোন্নতি কমিটির প্রস্তুতকৃত প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্তদের ব্যাপারে জেষ্ঠ্যতার লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় গত ১২ এপ্রিল স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত একটি চিঠি চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর প্রেরণ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামোতে ১৯৮৮ সালের সৃজিত পদসমূহের নিয়োগ-পদোন্নতির যোগ্যতা অন্তর্ভুক্ত করে কর্মচারী চাকুরি প্রবিধানমালা প্রণয়নের পূর্বে বিভাগীয় পদোন্নতি কমিটির সভা অনুষ্ঠানের সুযোগ নেই।

এ ব্যাপারে জানতে চাইলে চসিক’র সহকারী সচিব নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে অর্গানোগ্রাম এখনো অনুমোদন হয়নি। তাই আইন অনুযায়ী পদোন্নতি দেয়ার কোন সুযোগ নেই। পদোন্নতির ব্যাপারে যে তালিকাগুলো প্রস্তুত করা হয়েছে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনরায় বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবেন।

_সিভয়েস/রাজিব/কেএম

90

সর্বশেষ

পাঠকপ্রিয়