Cvoice24.com

গণপরিবহনে নৈরাজ্য-ভোগান্তি ঠেকাতে ব্যবস্থাপনার বিকল্প নেই: মেয়র নাছির

প্রকাশিত: ১৫:৫০, ৭ মে ২০১৮
গণপরিবহনে নৈরাজ্য-ভোগান্তি ঠেকাতে ব্যবস্থাপনার বিকল্প নেই: মেয়র নাছির

প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের এসি ও নন এসি বাস সার্ভিসের উদ্বোধন করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সিভয়েস

নগরীর সকল গণপরিবহন চালক সমিতি মালিক গ্রুপসহ সংশ্লিষ্টদেরকে এক কাতারে নিয়ে এসে একটি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য শীঘ্রই উদ্যোগ নেয়া হবে। পরিবহনে নৈরাজ্য, জনভোগান্তি ঠেকাতে একটি ব্যবস্থাপনার বিকল্প নেই।

আজ সোমবার (৭ মে) বিকেলে টাইগার পাস মোড়ে প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের এসি ও নন এসি বাস সার্ভিসের উদ্বোধন কালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

মেয়র বলেন, আসন্ন রমজান মাসে আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদেরকে সাথে নিয়ে আলোচনা করা হবে। গণপরিবহনে নেতৃত্ব, মালিকানা বা অন্য কোন ব্যাপারে কোন পরিবর্তন আনা হবে না। শুধু মাত্র সার্বজনীন স্বার্থে সমস্ত পরিবহনকে একটি পূর্নাঙ্গ ব্যবস্থাপনায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) হারুণুর রশিদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন সহসভাপতি মাহবুবুল হক মিয়া ও মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১২ মে টাইগার পাস থেকে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি রোডে এই সার্ভিস চলাচল করবে।

-সিভয়েস/ইউডি/কেএম

9

সর্বশেষ

পাঠকপ্রিয়