Cvoice24.com

উদ্বোধন হচ্ছে “বিন্না ঘাস ডেভেলপমেন্ট সেন্টার”

প্রকাশিত: ১৫:৪৮, ২৯ মে ২০১৮
উদ্বোধন হচ্ছে “বিন্না ঘাস ডেভেলপমেন্ট সেন্টার”

ছবি: সংগৃহিত

উদ্বোধন করা হচ্ছে “বিন্না ঘাস ডেভেলপমেন্ট সেন্টার”। তবে পাহাড় ক্ষয়রোধে সফলতা অর্জনকারী এই ঘাস এখনো চট্টগ্রাম লাগানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরো গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য থাইল্যান্ডের সাইপাট্টানা ফাউন্ডেশনের সহায়তায় নগরীর টাইগার পাস এলাকার বাটালী হিল মিঠা ও পাহাড়ের পাদ দেশে এই ঘাসের গবেষণা ও প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে থাই রাজকণ্যা মহা চকরি শিরিনধরন এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই সেন্টারটি উদ্বোধন করবেন।

তবে আগামী বছরের বর্ষা মৌসুম শুরুর পূর্ববর্তী সময়ে এই ঘাস লাগানো হতে পারে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দীন আহমদ সিভয়েসকে বলেন, ‘পাহাড়ের ক্ষয় রোধে বিন্নাঘাস লাগানোর চিন্তা করছি আমরা। তবে এখনই পাহাড়ে এ ঘাস লাগানো হচ্ছে না। প্রকল্প তৈরি জন্য জরিপ কাজ চলছে। পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। পরিবেশ ও বন বিভাগ আর্থিক সহায়তা দেওয়ার সম্মতি দিয়েছে। প্রকল্প রেডি হলে মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করি, আগামী বছরের বর্ষার আগেই একটি পাহাড়ে বিন্নাঘাস লাগাতে পারবো।’

এ বিষয়ে তিনি আরো বলেন, এ সেন্টারের সহযোগিতায় সভা , সেমিনার, সিম্পোজিয়ামসহ নানামুখী গবেষণার আয়োজন করা হবে। গবেষণার মাধ্যমে বিন্না ঘাস চাষের উপযোগী মাটি বা এলাকা নির্বাচন করা হবে।

ইতিমধ্যে প্রদর্শনী প্লট তেরি করা হয়েছে। পরবর্তীতে প্রশিক্ষণ কেন্দ্র ও প্রকল্প দপ্তর তৈরি করা হবে। চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত যত ধরনের মাটি আছে, তা সংগ্রহ করে গবেষণা করা হবে। কোন পাহাড়ে কোন জাতের বিন্নাঘাস লাগাতে হবে, তা এ সেন্টার থেকে জানা যাবে। বিন্নাঘাসের উন্নয়ন ও ব্যবহারে সব ধরনের সহায়তা এ কেন্দ্র থেকে দেওয়া হবে।

চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা বলেন, ‘বিন্নাঘাসের এ সেন্টারটি হবে মূলত রিসার্চ সেন্টারের মতো। এ সেন্টারের কর্মকান্ডের মাধ্যমে মানুষের কাছে এ ঘাসকে পরিচিত করা হবে। কোথায় এ ঘাস পাওয়া যাবে; তা জানা যাবে। বিন্নাঘাসের ব্যবহার সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।’

-সিভয়েস/ইউডি/কেএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়