Cvoice24.com

চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট কালোবাজারি, নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ৪ জুলাই ২০২২
চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট কালোবাজারি, নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

র‌্যাবের হাতে আটক আরএনবির দুই সদস্য

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। ৩৪৮ টাকার টিকিট ১ হাজার টাকায় বিক্রি করতে গিয়ে আটক হন তারা। 

রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টায় ঢাকাগামী ট্রেনের ৯টি টিকিটসহ চট্টগ্রাম স্টেশনের পেছন থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন— রবিউল ইসলাম ও ইমরান হোসেন। তবে তাৎক্ষণিক তাদের পদবি নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ। তিনি সিভয়েসকে বলেন, ঈদ যাত্রাকে সামনে রেখে টিকিট কালোবাজারি করছিলো এই দুই সদস্য। নজরদারির পর টিকিট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, কোরবানির ঈদকে সামনে রেখে গেল ১ জুলাই থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৪ জুলাই) ৮ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।


আরকে/

সর্বশেষ

পাঠকপ্রিয়