Cvoice24.com

প্রধানমন্ত্রীর জনসভা, চট্টগ্রামে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৪ ডিসেম্বর ২০২২
প্রধানমন্ত্রীর জনসভা, চট্টগ্রামে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

চট্টগ্রামে আজ ‘বড় উৎসব’। ৩৫ দিনের অপেক্ষার প্রহর শেষে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টলাবাসী। নগরের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। এ উপলক্ষে আজ রবিবারের বিভিন্ন ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী। তিনি বলেন, কর্ণফুলী এক্সপ্রেস, মহানগর গৌধুলী, মেঘনা এক্সপ্রেস, নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে চবি শাটল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পরিবর্তে ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে চলবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস প্রতিদিন সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেলেও আজ ছাড়বে ১১টায়। অন্যদিকে ৩টার মহানগর গোধূলী ৫টা ১৫ মিনিটে, চাঁদপুরের মেঘনা এক্সপ্রেস ৫টা ১৫ মিনিটের পরিবর্তে সাড়ে ৫টায়, ময়মনসিংহ নাসিরাবাদ এক্সপ্রেস সাড়ে ৫টার পরিবর্তে ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যাবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন চট্টগ্রাম রেল স্টেশনের পরিবর্তে ষোলশহর রেলস্টেশন থেকে চলাচল করবে। 

এর আগে, গত ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রেলওয়ের সহকারী প্রধান পরিবহন কর্মকর্তা (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে রবিবারের ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়