Cvoice24.com

পাতা পুড়ে মশা তাড়ানোর চেষ্টা গরিবের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ৫ মার্চ ২০২১
পাতা পুড়ে মশা তাড়ানোর চেষ্টা গরিবের

নগরে পাতা পুড়ে মশা তাড়ানোর চেষ্টা। ছবি : সিভয়েস

শীত শেষ হওয়ার পর পরই নগরে বেড়ে চলেছে মশার উৎপাত। যেন আড়মোড়া ভেঙে এই নগরে দাপিয়ে বেড়াচ্ছে মশা। সন্ধ্যা থেকে রাত, এমনকি দিনেও নিস্তার নেই মশার কামড় থেকে। ফুটপাত থেকে বাসাবাড়ি— সব জায়গায় এখন মশার উপদ্রব। মশার ভনভন শব্দ ও কামড়ে অতিষ্ঠ নগরবাসী।

সন্ধ্যা নামলেই স্থির থাকা কঠিন হয়ে পড়ে। নাগরবাসী মশক নিধনে চসিকের ব্যর্থতায় ক্ষুব্ধ। তাদের মতে ওষুধ ছিটানো হলো কি হলো না তা বড় কথা নয়, সব চেয়ে বড় কথা হলো পুরো শহরে মশার উপদ্রব সহ্যের বাইরে চলে গেছে।

মশার কামড় থেকে বাঁচতে সড়কের পাশে ভ্রাম্যমাণ দোকানদার ঝরাপাতা পুড়ে মশা তাড়ানোর চেষ্টা চেষ্টা করছে। ছবিগুলো চট্টগ্রাম নগরের সিডিএ এলাকা তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

সর্বশেষ

পাঠকপ্রিয়