Cvoice24.com

লকডাউনে বন্ধ যাত্রীবাহী ট্রেন, ছুটবে পণ্য নিয়ে

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ৩ এপ্রিল ২০২১
লকডাউনে বন্ধ যাত্রীবাহী ট্রেন, ছুটবে পণ্য নিয়ে

ফাইল ছবি

চট্টগ্রামসহ সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। করোনাভাইরাসের প্রকোপের কারণে সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

রেলমন্ত্রী জানান, লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মহামারি করোনাভাইরাসে দেশে গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে। এ ছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৯ জন।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত সিভয়েসকে বলেন, ‘এ বিষয়ে এখনো আমরা নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে তা বাস্তবায়ন করা হবে।’

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়