Cvoice24.com

বাড়ছে সংক্রমণ, চসিকের তিন বিভাগে প্রস্তুতির ডাক মেয়রের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ১৮ এপ্রিল ২০২১
বাড়ছে সংক্রমণ, চসিকের তিন বিভাগে প্রস্তুতির ডাক মেয়রের

থেমে নেই করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫২ জন। এর মধ্যে ২৩৫ জন নগরের বাসিন্দা। এমন অবস্থায় চট্টগ্রামে করোনা মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩ টি বিভাগকে প্রস্তুত থাকতে বলেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী৷ 

রবিবার (১৮ এপ্রিল) চসিক কার্যালয়ে বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন মেয়র রেজাউল। 

চসিকের গুরুত্বপূর্ণ ৩টি বিভাগকে করোনা মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুতির আহ্বান জানিয়ে মেয়র রেজাউল বলেন,  'করোনাকালে নগর পরিস্তিতি সামাল দিতে সিটি কর্পারশনের উপর কিছু অতিরিক্ত দায়িত্ব বর্তায়। এক্ষেত্রে পরিচ্ছন্ন, স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের  কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষনিক প্রস্তুত থাকত হবে।'

তিনি বলেন, 'চসিকের বিভাগগুলার মধ্য পরিচ্ছন্নতা স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ সরাসরি জনসেবায় সম্পৃক্ত। ষষ্ঠ নির্বাচিত পরিষদের মেয়াদ শুরুর একশ দিনের সময়সীমায় যে-সকল জনগুরুত্বপূর্ণ কার্যক্রম চলছ তা সম্পন্ন করত এই ৩টি বিভাগের ভূমিকা ও সক্ষমতা সবচেয়ে বেশী কার্যকর। সঠিক কার্যকারিতায় অবশ্যই সফলতা আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে ইতামধ্যে তা অর্জিত হয়েছে।' 

এ সময় বিভিন্ন সংকট উপেক্ষা করে চসিকের পরিচ্ছন্নতা বিভাগকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন মেয়র রেজাউল। কাউন্সিলর ও পরিচ্ছন্নতাকর্মীরদের উদ্দেশ্যে তিনি বলেন,  'মশক নিধনের ক্ষেত্রে চসিকের পরিচ্ছন্নতা টিমকে কাজ লাগাতে কাউন্সিলরদের তত্ত্ববধয়ান ও নজরদারী প্রয়াজন। জরুরী কাজগুলো শেষ করতে যে  ধরণের  মানসম্পন্ন সরঞ্জাম প্রয়োজন তা না থাকলেও,   যতটুকু আছে ততটুকু দিয়ে আপাতত কাজ চালিয় যেতে হবে। ভালো মানের সামগ্রী ও উপাদান এবং সরঞ্জাম সংগ্রহের বিষয়টি এখন প্রক্রিয়াধীন আছে।' 

এ সময় উপস্থিত ছিলেন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মেহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম সহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানরা।

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়