Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

মূল্য তালিকা না থাকায় চসিকের জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২১ এপ্রিল ২০২১
মূল্য তালিকা না থাকায় চসিকের জরিমানা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)  ভ্রাম্যমাণ আদালত

নগরে মূল্য তালিকা না ঝুলানো, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে পথচারীসহ ১৭ জনকে শাস্তিমূলক জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)  ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ এপ্রিল) নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এসময় কাজীর দেউড়ি কাঁচাবাজার, মেহেদীবাগ, ও আর নিজাম রাড, মেডিকল গেট, কে বি ফজলুল কাদের রােডসহ নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ জনকে জরিমানা করা হয়। এতে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রট মারুফা বেগম নেলী বলেন, ‘লকডাউন ও রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে।’ 

এ অভিযান পরিচালনায় সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।  তাছাড়া সার্বিক নিরাপত্তা প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়