Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ভিডিও কলে সাধারণ সভা, স্ট্যান্ডিং কমিটিতে আসবেন কারা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৬, ২৫ এপ্রিল ২০২১
ভিডিও কলে সাধারণ সভা, স্ট্যান্ডিং কমিটিতে আসবেন কারা

চট্টগ্রাম সিটি করপোরেশনর (চসিক)  তৃতীয় সাধারণ সভা  অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (২৫ এপ্রিল)। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে এ মিটিংয়ে ঘোষণা আসতে পারে চসিকের স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতিদের নাম। তবে চসিকের নির্ভরশীল একটি সূত্র বলছে, শুধু মাত্র গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির ঘোষণা আসতে পারে এ মিটিং থেকে। 

রেওয়াজ অনুসারে চসিকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে । তবে এবার করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ভিডিও কলিংয়ের মাধ্যমে চসিকের ষষ্ঠ নির্বাচিত পরিষদের ৩য় সভা আয়োজিত হতে যাচ্ছে। এতে ‘সীমিত’ পরিসরে স্ট্যান্ডিং কমিটির ঘোষণা আসতে পারে। এমনটাই জানিয়েছেন চসিকের এক কর্মকর্তা।

এর আগে চট্টগ্রামে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ‘দলাদলি’  গত মাসের  সভার প্যানেল মেয়র নির্বাচনে প্রভাব ফেলেছিল বলে সমালোচনা আছে রাজনৈতিক অঙ্গনে।  প্রচলিত আছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী কাউন্সিলররা দুই ভাগে বিভক্ত হয়ে লড়েছিলেন প্যানেল মেয়র নির্বাচনে। 

একই ধারাবাহিকতায় স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতি হতেও  জোর তৎপরতা চালাচ্ছেন দুই গ্রপের প্রায় দুই ডজন কাউন্সিলর। তবে প্রথমবারের মত নির্বাচিত বেশ কয়েকজন কাউন্সিলর রোষানল এড়াতে এ প্রতিযোগিতা এড়িয়ে গেছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে সরাসরি বক্তব্য দিতে চান নি কেউ। কিন্তু চসিকের একাধিক কাউন্সিলর বলছেন, প্যানেল মেয়র নির্বাচনের আদলে যদি স্ট্যান্ডিং কমিটিগুলো ঘোষণা করা হয় তাহলে নাগরিক  নাগরিক সমস্যা সমাধানে বেশ বেগ পেতে হবে চসিককে। তাই যোগত্যার মাপকাঠিতে বন্টন করতে হবে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব।  

অন্যদিকে চসিকের কর্মকর্তা ও কয়েকজন কাউন্সিলর জানিয়েছেন, রোববারের সাধারণ মিটিংয়ে শুধু মাত্র গুরুত্বপূর্ণ স্যান্ডিং কমিটির সভাপতিদের নাম ঘোষণা হতে পারে। করোনাকালীন পরিস্তিতি বিবেচনায় এতে গুরুত্ব পেতে পারে বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটি, শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির মত জনগুরুত্বপূর্ণ কমিটি গুলোর সভাপতিদের নাম।

এর আগে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন পরিষদের পুরো মেয়াদ কালে বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। কোরবানি বর্জ্য স্বল্প সময়ে অপসারণসহ সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় বেশ সফলতা দেখিয়েছিলেন তিনি। এবারের স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে জানতে চাইলে সিভয়েসকে তিনি বলেন, ‘কাল সাধারণ সভা আছে। স্ট্যান্ডিং কমিটি ঘোষণা হবে কি না তা আমি জানি না। এটা তো সম্পূর্ণ মেয়র মহোদয়ের এখতিয়ার। যদি উনি আমাকে যোগ্য মনে করে কোন দায়িত্ব দেয় তাহলে  তা আমি পালন করবো। আর কোন দায়িত্ব না দিলে আমার কোন চাওয়া পাওয়া নেই। আসলে এখানে আমরা একটি পরিবারের মত। সবাই মিলে সুন্দর শহর গড়ে তোলার চেষ্টা করছি।’

অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে ছিলেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক। সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মেয়াদকালে এ চসিকের এ দুটি খাত বিধ্বস্ত হয়েছে বলে সমালোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। যদিও চসিকের বেশ কয়েকটি জরাজীর্ণ স্কুল ভেঙ্গে নতুন ভবন তৈরীর কাজে বেশি ব্যয় হয়েছে বলে দাবি করেছিল চসিক। কাউন্সিলর নাজমুল হক ডিউক সিভয়েসকে বলেন, ‘কাল সাধারণ সভা আছে তবে স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আমার কিছু জানা নেই।’

এদিকে চসিকের নির্ধারিত সাধারণ সভায় কাউন্সিলর ছাড়াও যোগ দেবেন চসিকের বিভিন্ন বিভাগের প্রধানরা। একজন বিভাগীয় প্রধান সিভয়েসকে বলেন, ‘কাল ডিডিও কলে মিটিং হওয়ার কথা। স্ট্যান্ডিং কমিটি হতে পারে শুনেছি। এর বেশি জানি না।’ 

তবে রবিবারের সাধারণ সভার আলোচ্যসূচি কি হবে? তা জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেন নি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজ্জামেল হক। এতে করে  স্যান্ডিং কমিটির বিষয়ে সৃষ্ট ধ্রমজাল সম্পর্কে চসিকের বক্তব্য জানা যায় নি। 

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়