Cvoice24.com

স্ট্যান্ডিং কমিটির কাজ কি— দায়িত্ব পেলে বুঝে নিবেন কাউন্সিলররা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ২৬ এপ্রিল ২০২১
স্ট্যান্ডিং কমিটির কাজ কি— দায়িত্ব পেলে বুঝে নিবেন কাউন্সিলররা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তৃতীয় সভায় ঘোষণা করা হয়েছে ১৯টি স্থায়ী কমিটি। নবীন-প্রবীণ মিলিয়ে এবারের এ স্যান্ডিং কমিটিতে দেখা গেছে নতুনদের আধিক্যতা। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্রথমবারের মত নির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নানসহ আরও বেশ কয়েক জন কাউন্সিলর।

তবে স্ট্যান্ডিং কমিটির ঘোষণা হওয়ার পর দিন নতুন কাউন্সিলররা অকপটে বলেছেন, নিজেদের কাজ সম্পর্কে এখনও অবগত নন তারা। এজন্য অপেক্ষা করবেন চসিকের কাগুজে নির্দেশনা পাওয়া পর্যন্ত। তারপর অভিজ্ঞদের সাথে কথা বলে কাজ গুছিয়ে নিয়ে সাজাবেন কর্ম পরিকল্পনা।

সবমিলিয়ে কমিটির টিম ওয়ার্কের ওপর নির্ভরশীল হতে চাইছেন নতুন কাউন্সিলররা। তারা বলছেন, চসিকের এসব গুরুত্বপূর্ণ কমিটি পরিচালনার জন্য পরামর্শ নিবেন অভিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে। বিশেষজ্ঞদের সাথেও আলোচনা হতে পারে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে।

চসিক ঘোষিত স্ট্যান্ডিং কমিটিগুলোর কাজ কি? এর সক্ষমতা কতটুকু কিংবা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সুযোগ আছে কি না? এ প্রশ্নের উত্তরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক কমিটির নবনির্বাচিত সভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল বলেন, ‘বিষয়টা আমার জন্য নতুন। কাজে না নেমে সক্ষমতা প্রমাণ করা যাবে না। আবার কমিটিতে পুরনো কাউন্সিলররা আছেন। আমার মধ্যে উদ্যম থাকবে। এই দু’টি বিষয় কাজে লাগিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।’

অন্যদিকে নগর পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো ওয়াসিম উদ্দীন চৌধুরী। তিনি সিভয়েসকে বলেন, ‘একটা দায়িত্ব যখন পেয়েছি এটা পালন করতে হবে। নগরে কোথায় কি করা যায় সেটা নিয়ে অভিজ্ঞদের সাথে বসতে হবে। ঈদের পর আমরা একটি পরিকল্পনা করবো। আসলে কমিটি নবীন প্রবীণদের সমন্বয়ে করা হয়েছে। আশা করি, ৫ বছরে ভালো কিছু করতে পারবো।’

বাজারমূল্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  কাউন্সিলর মাে. আব্দুল মান্নান। কমিটি ঘিরে তার পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি সিভয়েসকে বলেন, ‘আমরা অতীতেও দেখেছি অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে। তখন আমাদের ম্যাজিস্ট্রেটরা অভিযান চালায়। কিন্তু এ কাজটা আমার জন্য নতুন। আগে জিনিসটা বুঝে নিব, কীভাবে কী করতে হবে। আসলে যে কোন কাজ একার পক্ষে সম্ভব নয়। সমন্বিত প্রচেষ্টায় ভালো কিছু করবো।’

এদিকে চসিকের অভিজ্ঞ কাউন্সিলরদের মধ্যে বিভিন্ন মেয়াদে একাধিক স্ট্যান্ডিং কমিটির কাজ সামলেছেন অনেকেই। তাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি মাসে স্ট্যান্ডিং কমিটির সর্বোচ্চ দু’টি সভা অনুষ্ঠিত হতে পারে। কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্যদের গৃহিত সিদ্ধান্ত উত্থাপিত হয় চসিকের মূল সাধারণ সভায়। সেখানে সর্বসম্মতিক্রমে সাড়া পেলে তা বাস্তবায়িত হয়।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের পুরো মেয়াদকালে চসিকের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পালন করেছেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক। চসিকের এ অভিজ্ঞ কাউন্সিলর এবার দায়িত্ব পেলেন আইন শৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে। তিনি সিভয়েসকে বলেন, ‘একটি কমিটির সবাই (সভাপতি, সদস্য সচিব ও সদস্য) মিলে একটি এজেন্ডা তৈরি করা হয়। সেটা সাধারণ সভায় পাশ হলে বাস্তবায়ন হয়।’

বর্তমানে নগর জর্জরিত কিশোর কালচারে। সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষমতাসীনদের দলীয় নেতা কর্মীদের অভিযোগ তো আছেই। এমন বাস্তবতায় পরিকল্পনার ব্যাপারে আইন শৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক বলেন, ‘এখানে সবাই তো এ বিষয়ে একমত, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট আন্তরিক। সবার সমন্বয়ে ভালো কিছু করা সম্ভব হবে।’

স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারী। প্রায় ১৫ বছর ধরে চসিকের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ অভিজ্ঞ কাউন্সিলর সিভয়েসকে বলেন, ‘স্বাস্থ্যখাত চসিকের অন্যতম খাত। কিন্তু কেন আমরা নগরবাসীকে সেবা দিতে পারছি না? এ খাত থেকে কেন চসিকের আয় আসছে না? এসব বিষয়ে নজর দিব। তাছাড়া টোল ফ্রি টেলিমেডিসিন সেবা ও সপ্তাহের শুক্রবার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ চিকিৎসা সেবা চালুর পরিকল্পনা আছে। মেয়র মহোদয়ের সহযোগিতায় এবং কমিটির সিদ্ধান্তক্রমে এগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।’

তাছাড়া চসিকের সংরক্ষিত (নারী) কাউন্সিলরদের মধ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জেসমিন পারভীন জেসি। নারী ও শিশু বিষয়ক কমিটির নবনির্বাচিত এ চেয়ারম্যান সিভয়েসকে বলেন, ‘এর আগে পানি ও বিদ্যুৎ, ক্রীড়া ও সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব পালন করেছি। এবার নারী ও শিশু নিয়ে ভালো কিছু করার আশা করিছ।’

উল্লেখ্য, চসিকের কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে রবিবার (২৫ এপ্রিল) চসিকের ৬ষ্ঠ পরিষদের ৩য় সভায় গঠন করা হয় ১৯টি স্থায়ী কমিটি। এবার অন্তত ১০ জন নতুন কাউন্সিলর স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়েছেন বিদ্রোহী দুই কাউন্সিলরও। সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে প্রতিটি বিভাগীয় সিনিয়র কর্মকর্তাদের।

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়