Cvoice24.com

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জায়গা দেবে চসিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ৩ মে ২০২১
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে জায়গা দেবে চসিক

‘চায়নিজ ইনভেস্টর এসোসিয়েশন’র সাথে সাক্ষাত করছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী

চিঠি চালাচালি থেকে শুরু করে নানা নিয়মের বেড়াজাল ডিঙিয়ে অবশেষে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তাবিত প্রকল্পের জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (৩ মে) টাইগারপাসস্থ চসিক অস্থায়ী ভবনে ‘চায়নিজ ইনভেস্টর এসোসিয়েশন’ নামের একটি চীনা প্রতিষ্ঠানের সাথে সাক্ষাতে এ আশ্বাস দেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সাক্ষাতে হালিশহর ডাম্পিং স্টেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপনে প্রস্তাবনা পেশ করে চীনা প্রতিষ্ঠানটি। 

এর আগে চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মেয়াদকালে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তাব দিয়েছিল দেশি-বিদেশি একাধিক প্রতিষ্ঠান। সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব নিয়ে সাক্ষাৎ করেন ‘সোলার্স পাওয়ার লিমিটেডে’ নামের একটি প্রতিষ্ঠান। তবে জায়গা এবং বর্জ্যের পরিমাণের প্রশ্নে বার বার ভেস্তে গেছে এ উদ্যোগটি।

এদিকে সোমবারের বৈঠকে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘নগরে ডাম্পিং স্টেশনে স্তূপকৃত বর্জ্য শোধন করে বিদ্যুৎসহ নিত্য ব্যবহার্য পণ্য রূপান্তন প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নগর পরিবেশ বান্ধব হবে। সিটি করপোরেশনের নিজস্ব জায়গায় আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে দেশি-বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই এবং যে-কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট নীতিমালা ও শর্ত অনুযায়ী জায়গা বন্দোবস্তি দেয়া হবে।’ 

মেয়র বলেন, ‘সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বর্জ্য থেকে বিদ্যুৎ ও নিত্য ব্যবহার্য পণ্য উৎপাদনের জন্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই পথ ধরেই তাঁর অসম্পূর্ণ উদ্যোগ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।’

তিনি প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, ‘আমরা জায়গা দেবো। সরকার থেকে প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন ও যাবতীয় ব্যয় নির্বাহ আপনাদেরকে করতে হবে।’

প্রত্যুত্তরে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের প্রকল্প ঢাকাসহ অন্যান্য ৩৪টি দেশে বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। শুধু জায়গা বরাদ্দ পেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপন বাস্তবায়ন করা সম্ভব হবে।’

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, হাজী নুরুল হক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, চাইনিজ ইনভেস্টর এসোসিয়েশনের সভাপতি লিও ঝাং, ফিটস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন ও সুনজি তিনইং।

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়