Cvoice24.com

ঈদের ছুটিতে পার্সেল ট্রেন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ১১ মে ২০২১
ঈদের ছুটিতে পার্সেল ট্রেন

করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে প্রান্তিক কৃষকের খাদ্যপণ্য ও ব্যবসায়ীদের পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে জামালপুর ছুটছিল পার্সেল ট্রেন। একইভাবে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে বন্দরের কন্টেইনার নিয়ে ঢাকায় ছুটছিলো আরও মালবাহী ট্রেন। সবমিলিয়ে চাল, তেল, ডাল, কাঁচা শাকসবজি, মাছ, ফার্নিচারসহ নানা পদের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে ছুটছিল ৬ থেকে ৭টি ট্রেন। তবে  বুধবার (১২ মে) থেকে ঈদের ছুটি পাচ্ছে পার্সেল ট্রেন।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার (১২ মে) থেকে রোববার (১৬ মে) পর্যন্ত ছুটিতে থাকবে চট্টগ্রাম টু জামালপুর রুটে চলাচলকারী পার্সেল ট্রেন। তবে অন্যান্য মালগাড়ি বন্ধ থাকবে বৃহস্পতিবার (১৩ মে) থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত। 

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী চিফ সুপারিটেনন্ডেট সাহেব উদ্দিন সিভয়েসকে বলেন, ‘পার্সেল ট্রেন বন্ধ হবে ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত। অন্যান্য মালবাহী গাড়ি বন্ধ থাকবে ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত।’

এদিকে সম্প্রতি পার্সেল ট্রেনে যাত্রী পরিবহনের ঘটনায় গত ৪ মে থেকে ট্রেনটির যাত্রা বিরতি বাতিল করা হয় পাহাড়তলী, চিনকি আস্তানা ও সীতাকুণ্ড স্টেশনে। ঈদ কাটিয়ে পার্সেল ট্রেন ওই ৩ স্টেশনে যাত্রা বিরতি করাবে বলে জানা গেছে।

রেলওয়ের পরিবহন বিভাগের এক কর্মকর্তা সিভয়েসকে বলেন, ‘ঈদ পর্যন্ত ওই ৩ স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছিল। ঈদ শেষে ট্রেনটি স্টেশনগুলোতে যাত্রা বিরতি করার সিদ্ধান্ত আসতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে সহকারী চিফ সুপারিটেনন্ডেট সাহেব উদ্দিন সিভয়েসকে বলেন, ‘ঈদের পর থেকে ওই ৩ স্টেশনে যদি আমরা অর্ডার পাই তাহলে আমরা ট্রেন থামাবো।’

এদিকে মঙ্গলবার ঈদের ছুটিতে যাওার আগে পার্সেল ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় চট্টগ্রাম রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, আর এন বি চীফ ইন্সপেক্টর (সাধারণ শাখা) সালামত উল্লাহ এবং চীফ ইন্সপেক্টর (অস্ত্রশাখা) রেজুয়ানুর রহমান।

স্টেশন ম্যানেজার রতন  কুমার চৌধুরী সিভয়েসকে জানান, ‘ঈদের আগে ট্রেনে যাত্রী পরিবহনের ব্যাপারে অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। পার্সেল ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় দাপ্তরিক প্রধানরা নিয়মিত উপস্থিত থাকছেন। স্টেশন ও প্লাটফরমের সবক’টি গেট বন্ধ রাখা হচ্ছে। ঈদ উপলক্ষে কাল থেকে  ট্রেনটি বন্ধ রাখা হবে।’

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়