Cvoice24.com

হঠাৎ ইঞ্জিন বিকল, সীতাকুণ্ডে ৩ ঘন্টা ধরে আটকে আছে ট্রেন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ১৩ জুন ২০২১
হঠাৎ ইঞ্জিন বিকল, সীতাকুণ্ডে ৩ ঘন্টা ধরে আটকে আছে ট্রেন

সীতাকুণ্ডে ৩ ঘন্টা ধরে আটকে আছে ট্রেন। প্রতীকি ছবি

চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সীতাকুণ্ডের চিনকি আস্তানায় প্রায় ৩ ঘন্টা ধরে আটকে আছে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের যাত্রীবাহী ট্রেন ‘নাসিরাবাদ এক্সপ্রেস’। এই রির্পোট লিখা পর্যন্ত রাত ৮টার দিকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ইঞ্জিন) সেখানে পৌঁছাতে পারে নি।

রেলওয়ে সূত্র জানায়, রবিবার (১৩ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যায় ‘নাসিরাবাদ এক্সপ্রেস’। ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের চিনকি আস্তানা পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রেন আটকে থাকার খবর রেলওয়ে কন্ট্রোল অফিসে পাঠানো হলে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। 

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ গুপ্ত। তিনি সিভয়েসকে বলেন, ‘ইঞ্জিন ফেল করে নাসিরাবাদ এক্সপ্রেস চিনকি আস্তানায় আটকে আছে। আরেকটি রেল ইঞ্জিন যাচ্ছে।’

এদিকে চিনকি আস্তানায় ইঞ্জিন বিকল হলেও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী। সিভয়েসকে তিনি বলেন ‘ চিনকি আস্তানায় ময়মনসিংহ এক্সপ্রেস আটকে থাকার জেরে 
অন্যান্য ট্রেন চলাচলে কোন প্রভাব পড়েনি। এখন রিলিফ ইঞ্জিন যাচ্ছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়