Cvoice24.com

হোল্ডিং ট্যাক্সসহ চসিকের সাড়ে ৪ লাখ টাকা বকেয়া আদায়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ২০ জুন ২০২১
হোল্ডিং ট্যাক্সসহ চসিকের সাড়ে ৪ লাখ টাকা বকেয়া আদায়

ফাইল ছবি

নগরের গরীবুল্লাহ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বকেয়া হোল্ডিং ট্যাক্সসহ মোট ৪ লাখ ৪৫ হাজার ২৯৮টাকা আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ জুন) রাজস্ব সার্কেল-৬ এর আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে এসব বকেয়া ট্যাক্স আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। 

অভিযানে সহায়তা করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 

চসিক সূত্র জানায়, নগরের গরীবুল্লাহ হাউজিং এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ৪ লাখ ৪৫ হাজার ২৯৮ টাকা আদায় করা হয়। অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের একজন কর্মকর্তা জানান, সিটি করপোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-সিভয়েস/ওয়াইআর

সর্বশেষ

পাঠকপ্রিয়