Cvoice24.com

ট্রেনে লাগেজ হারিয়ে দুশ্চিন্তায় প্রবাসী, ফিরিয়ে দিল পুলিশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ২৪ জুলাই ২০২১
ট্রেনে লাগেজ হারিয়ে দুশ্চিন্তায় প্রবাসী, ফিরিয়ে দিল পুলিশ

ঢাকা-চট্টগ্রাম রুটের কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে উদ্ধার হওয়া এক ওমান প্রবাসীর লাগেজ ভর্তি মূল্যবান মালামাল, পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র  ফিরিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ। 

শনিবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে থানায় লাগেজটি ওমান প্রবাসী ফারুক ভূঁইয়ার কাছে ফিরিয়ে দেওয়া হয়।  

রেলওয়ে পুলিশ জানায়, প্রায় আড়াই বছর পর ওমান থেকে দেশে ফিরেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারুক ভূঁইয়া। পরিবারের সদস্যদের জন্য সঙ্গে আনেন বিভিন্ন ধরনের উপহার সামগ্রী। কিন্তু বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তখন ট্রেনের যাত্রীরা তাকে ভৈরব স্টেশনে নামিয়ে দেন। পরে ট্রেনে থাকা প্রবাসীর লাগেজটি চট্টগ্রামে উদ্ধার করে রেল পুলিশ।  এসময় মানিব্যাগে থাকা এনআইডি কার্ড ও মোবাইল নম্বরের সূত্র ধরে ফারুক ভূঁইয়াকে খুঁজে বের করতে সক্ষম হয় রেলওয়ে পুলিশ। 

চট্টগ্রাম প্লাটফরম স্টেশন মাস্টার প্রহর লাল চন্দ্র দে বলেন, বৃহস্পতিবার (২২ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ‘ক' বগিতে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ওই লাগেজটি দেখে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে লাগেজটি উদ্ধার করে।

ওইদিন ডিউটিতে থাকা চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই সোহরাব হোসেন সিভয়েসকে জানান, ট্রেনে হারিয়ে যাওয়া এ মালামালের  মধ্যে ছিল সাদা স্কটটেপে মোড়ানো একটি কার্টন, একটি প্লাস্টিকের শপিং ব্যাগ (যার মধ্যে ব্যবহৃত কাপড়-চোপড় ও কাগজপত্র ছিল), একটি কালো চেইনযুক্ত শপিং ব্যাগ (যার মধ্যে ছিল ১টি সোলার প্যানেল, সোলার লাইট, ২টি হাত লাইট, চকলেটের প্যাকেট), একটি কম্বলের খালি প্যাকেট, একটি ট্রাভেল ব্যাগ (যার মধ্যে ছিল ১টি সিঙ্গেল কম্বল ও ব্যবহৃত কাপড়-চোপড়)। 

সিভয়েসকে তিনি বলেন, 'তিনি হঠাৎ অসুস্থ হয়ে ট্রেনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখন তাকে ভৈরবে নামিয়ে দেওয়া হয়। পরে চট্টগ্রামে উদ্ধার হওয়া মানিব্যাগে  এনআইডি কার্ড ও মোবাইল নম্বরের সূত্র ধরে ফারুক ভূঁইয়াকে খুঁজে বের করি।'

প্রবাসী ফারুক ভূঁইয়া বলেন, 'লাগেজে আমার পাসপোর্ট ও অন্যান্য আরও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এগুলো হারিয়ে আমি খুব চিন্তায় পড়েছিলাম। কিন্তু পরে চট্টগ্রাম থেকে পুলিশ ফোন করে জানায় ট্রেনে হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করা হয়েছে। এখন আমি আমার সবকিছু ফিরে পেয়েছি। সেখানে সব কিছুই ঠিক আছে। অনেক ভালো লাগছে।' 

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. সারওয়ার আলম সিভয়েসকে বলেন, 'বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করতে সক্ষম হয়। তিনিও সব কিছু ফিরে পেয়ে খুব খুশি হয়েছেন। একজন প্রবাসীর কষ্টার্জিত অর্থে কেনা মালামাল ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রতিটি সদস্য নিজ নিজ দায়িত্ব পালনে বদ্ধপরিকর।'

-সিভয়েস/এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়