Cvoice24.com

পুলিশের অভাবে পেছালো রেলওয়ের উচ্ছেদ অভিযান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৮, ৬ সেপ্টেম্বর ২০২১
পুলিশের অভাবে পেছালো রেলওয়ের উচ্ছেদ অভিযান

প্রতীকি ছবি

রেলের ভূমিতে অবৈধভাবে বানানো স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করার কথা থাকলেও পুলিশি নিরাপত্তার অভাবে তা পিছিয়ে গেছে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) টাইগারপাস রেলওয়ে কলোনি সংলগ্ন আশপাশ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের। 

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, আজ টাইগারপাস রেলওয়ে কলোনী সংলগ্ন আশপাশ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। এসব উচ্ছেদ অভিযানে আমাদের যেকোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিরাপত্তার প্রয়োজন হয়। পুলিশি নিরাপত্তা না পাওয়ার কারণে আজকের অভিযান চালানো সম্ভব হয়নি। পরে আবার শিডিউল দিয়ে এ অভিযান চালানো হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়