Cvoice24.com

সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২১ সেপ্টেম্বর ২০২১
সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি।

গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার রতন কুমার।

তিনি সিভয়েসকে বলেন, ‘আজ সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছলে সেটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি থেমে যায়। তবে কোনো র্দুঘটনা হয়নি। লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। ট্রেনটি উদ্ধার কাজ শেষে প্রায় সাত ঘন্টার পর বিকেল ৫টার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গ, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। তবে বিকেলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়। এদিকে, এ ঘটনায় রেলওয়ে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

-সিভয়েস/কেকে/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়