Cvoice24.com

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, তিন বেকারীকে জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২১
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, তিন বেকারীকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং বিক্রির অপরাধে তিন বেকারীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) নগরের পাহাড়তলী ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। 

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রে মারুফা বেগম নেলী সিভয়সকে বলেন, নগরের পাহাড়তলী ও সদরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং বিক্রির অপরাধে বিউটিফুল সুপার বেকারীকে ৫০ হাজার, তামান্না বেকারীকে ২০ হাজার ও দেশ ফুডকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

-সিভয়েস/কেকে/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়