Cvoice24.com

ডুয়েলগেজ হবে ঢাকা-চট্টগ্রাম লাইনের পুরোটাই: রেলপথ মন্ত্রী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২১
ডুয়েলগেজ হবে ঢাকা-চট্টগ্রাম লাইনের পুরোটাই: রেলপথ মন্ত্রী

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম পুরোটাই ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা রেলওয়ে স্টেশনে লাকসাম-কুমিল্লা সেকশনে ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মানে সড়ক পথের উন্নয়ন নয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বলতে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বোঝায়। সরকার সমন্বিত উন্নয়ন ব্যবস্থার উন্নয়নের দিকে মনোনিবেশ করেছেন। এক সময় রেলকে ধ্বংস করা হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত রেলের পুনরায় গতি ফিরিয়ে আনেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেন। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে। সিঙ্গেল লাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। নতুন নতুন ব্রিজ করা হচ্ছে। দেশের যেসব এলাকায় রেল সংযোগ নেই সেখানে সংযোগ দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আগামী ২০২২ সালের ডিসেম্বর কক্সবাজারে নতুন রেললাইন চালু হবে। যমুনা নদীর ওপর রেল সেতু নির্মাণ করা হচ্ছে, যা ২০২৪ সালে চালু হবে। পদ্মা সেতুর রেল সংযোগ ঢাকা থেকে যশোর পর্যন্ত করা হচ্ছে। খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। এভাবে রেলের উন্নয়নে অনেক প্রকল্প নেওয়া হয়েছে।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘যে দেশ যত উন্নত সে দেশের রেল যোগাযোগ ততো উন্নত। একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী রেলখাতকে অধিক গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত পরবর্তীতে ব্রডগেজ করা হবে। ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম পুরোটাই ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা হবে।’

এ সময় নিরাপদ যাত্রার ক্ষেত্রে ট্রেনে ঢিল ছোড়ার বিরুদ্ধে জনসচেতনতা গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি নিরাপদ রেল ভ্রমণকে অনিরাপদ করে তুলছে কিছু দুষ্কৃতকারী। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

-সিভয়েস/ওয়াইআর/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়