Cvoice24.com

ফুটপাতের অর্ধশতাধিক দোকান উচ্ছেদ চসিকের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ২৫ সেপ্টেম্বর ২০২১
ফুটপাতের অর্ধশতাধিক দোকান উচ্ছেদ চসিকের

নগরের নিউমার্কেট থেকে কদমতলী এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সংস্থাটির পরিচ্ছন্ন বিভাগ এ অভিযান চালিয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোরশেদুল আলম চৌধুরী জানান, নিউমার্কেট এলাকার হোটেল সৈকত, বিআরটিএ ফলমণ্ডী ও কদমতলী মোড় পর্যন্ত রাস্তার দু’পাশ থেকে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তার দুই পাশের ফুটপাত ও নালার উপরে এসব অবৈধ স্থাপনা তৈরি করেছিলো। আমরা এ অভিযান অব্যাহত রাখবো। একইসাথে নালা থেকে ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হয় বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়