Cvoice24.com

চার জোনে ভাগ হয়ে মশা মারবে চসিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ২৪ নভেম্বর ২০২১
চার জোনে ভাগ হয়ে মশা মারবে চসিক

ফাইল ছবি

চট্টগ্রাম নগরে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ৪১টি ওয়ার্ডে চার জোনে ভাগ হয়ে মশা মারার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সিটি করপোরেশনের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আগামী ১ ডিসেম্বর থেকে মশক নিধন কার্যক্রমে আরও গতিশীলতা আনতে নির্দেশ দিয়েছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৪ নভেম্বর) ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের নালা-নর্দমা, অলিগলি, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনের ওষুধ ছিটানো হয় বলেও জানানো হয়। এছাড়া ডেঙ্গু-চিকনগুনিয়াসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছে সেবা সংস্থাটি।

সর্বশেষ

পাঠকপ্রিয়