Cvoice24.com

বাংলাদেশ ব্যাংকের সীমানা ঘেঁষা স্থাপনা সরাতে এবার মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ২৮ নভেম্বর ২০২১
বাংলাদেশ ব্যাংকের সীমানা ঘেঁষা স্থাপনা সরাতে এবার মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

ফাইল ছবি

কেপিআই নীতিমালা-২০১৩ নীতিমালা লঙ্ঘন করে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা ঘেঁষে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ স্থাপনা সরাতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

রোববার (২৮ নভেম্বর) এক চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে সুরক্ষা বিভাগকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুঁইয়া এ চিঠি দেন।

এতে জানানো হয়, চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা দেয়াল ঘেঁষে ঝুঁকিপূর্ণ স্থাপনা নির্মিত হয়েছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা ২০১৩ অনুসারে বাংলাদেশ ব্যাংকের এ ভবন ১(ক) শ্রেণিভুক্ত মর্মে পত্রে উল্লেখ করে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের অনুরোধ করা হয়েছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ এর অনুচ্ছেদ ৪.২৮.২-এ কেপিআই জরিপ কমিটির কার্যপরিধিতে ১(ক) শ্রেণিভুক্ত স্থাপনাগুলো বছরে দুইবার পরিদর্শনের বিষয়টি উল্লেখ আছে।

এ অবস্থায় কেপিআই নীতিমালা-২০১৩ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এরআগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব উপসচিব মো. মাহমুদুর রহমান হাবিব একই নির্দেশনা দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দেন। যদিও ওই চিঠিতে ভবনগুলো অধিগ্রহণের নির্দেশনা ছিল।

সিভয়েস/এএস

 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়