Cvoice24.com

ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে চলাচল ব্যাহত— চসিকের জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ১৮ জানুয়ারি ২০২২
ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে চলাচল ব্যাহত— চসিকের জরিমানা

চট্টগাম সিটি করপোরেশন (চসিক)। -লোগো

ফুটপাত অবৈধভাবে দখল করে নিমার্ণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) নগরের চট্টেশ্বরী রোডের আলিফ মীম টাউয়ার নামক নিমার্ণাধীন ভবনের নিমার্ণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, রাস্তা ও ফুটপাতের জায়গা অবৈধভাবে দখল করে জনদৃর্ভোগ সৃষ্টি করার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে একই অভিযানে মিউনিসিপ্যাল মডেল স্কুল মাকের্টের ১৪ নম্বর দোকানের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এবং দোকান সিলগালা করা হয়। একইসঙ্গে চকবাজারের চকসুপার মাকের্টের তালাবদ্ধ সমিতি অফিস খুলে মাকের্টের বর্তমান কমিটিকে বুঝিয়ে দেয় চসিক।

-সিভয়েস/এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়