Cvoice24.com

পলিথিন ব্যাগে পণ্য বিক্রি, কর্ণফুলীর ১৪ দোকানিকে জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ২০ জানুয়ারি ২০২২
পলিথিন ব্যাগে পণ্য বিক্রি, কর্ণফুলীর ১৪ দোকানিকে জরিমানা

পলিথিন ব্যাগে পণ্য বিক্রি। -প্রতীকী ছবি

নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিন ব্যাগ ব্যবহার করে পণ্য বিক্রি করায় কর্ণফুলী মার্কেটের ১৪ দোকানিকে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

একই দিনে আরেকটি অভিযানে নগরের পাঠানটুলি রোড ও আশকারদিঘী এলাকায় ১৮টি বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ তাৎক্ষণিকভাবে ৮০ হাজার ৬শ’ টাকা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কর্ণফুলী মার্কেটের অনেক দোকানি পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করায় তাদের জরিমানা করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং ১৮টি বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়