Cvoice24.com

কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুতি: চট্টগ্রামে শিডিউল বিপর্যয়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ৯ মে ২০২২
কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুতি: চট্টগ্রামে শিডিউল বিপর্যয়

কুমিল্লায় মালবাহী ট্রেনের লাইনচ্যুতির পর চট্টগ্রামের ৬টি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে যেসব ট্রেন যাবে সব ট্রেনই দেরিতে স্টেশন ছেড়ে যাবে। তবে কোন ট্রেনের কী পরিমাণ দেরি হবে সেটি নিশ্চিত করে বলতে পারছেনা রেলওয়ে। যাত্রীদের জরুরি গন্তব্যে যাওয়ার প্রয়োজন হলে, বিকল্প ব্যবস্থায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে স্টেশন থেকে।

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড ( সিজিপিওয়াই) থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আইসিডি গামী ৬০৩ নাম্বার মালবাহী ট্রেনটি সোমবার ভোরে কুমিল্লার রাজাপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও বিকেল থেকে যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা ওইসব ট্রেন দেরিতে ছাড়ছে। মহানগর গোধূলী ট্রেন বিকেল ৩টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত ছেড়ে যায়নি। 

একইভাবে বিকেল ৫টার সোনার বাংলা, ৫টা ১৫ মিনিটের মেঘনা এক্সপ্রেস, রাত ১০টা ৪৫ মিনিটের উদয়ন এক্সপ্রেস ও রাত ১১টার তূর্ণা এক্সপ্রেস ট্রেন দেরিতে ছেড়ে যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।

স্টেশন মাস্টার মো. জাফর আলম বলেন, কুমিল্লার দুর্ঘটনার পর বিকেলের পর চট্টগ্রামের সব ট্রেনের শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। কোন ট্রেন কখন ছেড়ে যাবে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। কারণ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা অনেক ট্রেন আটকা পড়েছে। 

এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। মহানগর গোধূলী ট্রেনের জন্য তিন ঘণ্টা অপেক্ষার পর টিকিট ফেরত দিতে দেখা গেছে অনেককে।

চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, বিকেল তিনটার ট্রেন ৫টা পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু ট্রেনও স্টেশনের প্লাটর্ফমে এসে পৌঁছায়নি। রেলওয়ের কর্মকর্তারা দেরি হবে বলেছেন, তাই টিকিট ফেরত দিয়ে বিকল্প ব্যবস্থায় যাওয়ার চেষ্টা করবো। কারণ কালকে ঢাকায় জরুরি কাজ আছে।

রেলওয়ের কন্ট্রোল অফিস জানিয়েছে, ঢাকাগামী ৭১১ উপকূল এক্সপ্রেস লাকসামে দাঁড়িয়ে আছে,  চট্টগ্রাম গামী ৭৪২ তুর্ণা এক্সপ্রেস শশীদলে, চট্টগ্রামগামী  চট্টগ্রাম মেইল ইমামবাড়ীতে বসা আছে। সেকশন ব্লক থাকায় চট্টলা, বিজয়, মহানগর প্রভাতী এক্সপ্রেস স্বাভাবিক চলাচল ব্যাহত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়