Cvoice24.com

দেড় ঘণ্টা দেরিতে চট্টগ্রাম ছাড়ল বিজয় এক্সপ্রেস

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ৭ জুলাই ২০২২
দেড় ঘণ্টা দেরিতে চট্টগ্রাম ছাড়ল বিজয় এক্সপ্রেস

বিলম্বই যত হোক, তারপরও ঘরমুখো হতে পেরে যাত্রীদের চোখেমুখে স্বস্তির ছাপ

ঈদযাত্রার তৃতীয় দিনেও প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী নিয়ে গাদাগাদি করে সোয়া দশটার দিকে ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মুখে ট্রেনের ছাদে কোনো যাত্রীকে উঠতে দেখা যায়নি। আর যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পোঁছে যেতে মাইকিংয়ের পাশাপাশি রেলস্টেশনে সর্তক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে সকাল ৯টার ট্রেন বিজয় এক্মপ্রেস ৫০ মিনিট দেরিতে স্টেশনের আট নম্বর ফ্ল্যাটফর্মে এসে পোঁছায়। এরপর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যায়। তবে এসময় শোভন চেয়ারে নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত যাত্রী নেয়ায় অনেককে অভিযোগ করতে দেখা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নয়ন মিয়া সিভয়েসকে বলেন, সকাল নয়টার ট্রেন আসলো দশটায়। শোভন চেয়ার কথা থাকলেও এটা লোকাল ট্রেন মনে হচ্ছে। সিটের বাইরে দাঁড়িয়ে লোক নেওয়া হয়েছে।

এদিকে অনেকে দেরিতে ট্রেন ছাড়ার পরও কাঙ্ক্ষিত আসনে বসে বাড়ি যেতে পেরে চোখে-মুখে প্রশান্তি দেখা গেছে ঘরমুখো মানুষের। গ্রামের বাড়ি ময়মনসিংহে দাদুর সঙ্গে ঈদ করতে যাচ্ছে- তাই খুশির শেষ নেই ফারহানের। জানালার পাশে বোনের সঙ্গে বসেছে। ফারহান সিভয়েসকে বলেন, অনেক ভালো লাগছে। দাদুর সঙ্গে অনেক মজা করতে পারব। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী সিভয়েসকে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ট্রেনের শিডিউল স্বাভাবিক রাখতে। সব ট্রেন সময় মতো ছেড়ে গেলেও বিজয় এক্মপ্রেস টেনে কিছুটা বিলম্ব হয়েছে। 

অতিরিক্ত যাত্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই আজ কাউন্টার থেকে স্ট্যান্ড টিকিট নিয়েছেন। তবে ট্রেনের ছাদে কোনো যাত্রীকে উঠতে দেওয়া হচ্ছে না।


-সিভয়েস/আরকে

সর্বশেষ

পাঠকপ্রিয়