Cvoice24.com

চকবাজারে রাস্তা-ফুটপাত থেকে ‘দখলদার’ হটালো চসিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ৩ আগস্ট ২০২২
চকবাজারে রাস্তা-ফুটপাত থেকে ‘দখলদার’ হটালো চসিক

নগরের চকবাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত থেকে দখলদার হটিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বুধবার (৩ আগস্ট) দুপুর থেকে চালানো এ অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও রাস্তা ও ফুটপাত দখল করার অপরাধে ১২ জনকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চকবাজারের গুলজার মোড়, অলি খাঁ মসজিদ মোড়, কে বি ফজলুল কাদের রোড, লালচাঁন্দ রোড, কাঁচাবাজার এলাকাসহ কেবি আমান আলী রোডের ফুলতলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, চকবাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তার উভয় পাশে অবৈধ দখলমুক্ত করা হয়েছে। বছরের পর বছর এই দখলদারের কারণে জনদুর্ভোগ ও নালার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিলে। 

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়তা করে।
 

 

সর্বশেষ

পাঠকপ্রিয়