Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

চট্টগ্রামের যেসব এলাকায় পাঁচদিন বিদ্যুৎ থাকবে না

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ১২ আগস্ট ২০২২
চট্টগ্রামের যেসব এলাকায় পাঁচদিন বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মোহরা, ষোলোশহর, খুলশী, ফৌজদারহাট ও কক্সবাজারের চকরিয়ার বেশ কিছু এলাকায় জরুরি মেরামত, উন্নয়ন ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  

বৃহস্পতিবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি কাজের লক্ষ্যে ১৩, ১৮, ২০, ২১ ও ২৭ আগস্ট সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ সম্পদানের সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। নিরাপত্তার স্বার্থে সব সময় বিদ্যুৎ লাইন চালু বলে গণ্য হবে। সম্মানিত গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আগামী ৫ দিন যে সকল এলাকায় যখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—

১৩ আগস্ট, শনিবার 
সকাল ৮ টা থেকে দুপুর ২ টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ১১ কেভির মোহরা-০২  এবং মোহরা-১১ নং ফিডারের আওতায় অন্যান্য আবাসিক এলাকা রোড, গোয়ালের ঘাটা, বণিক পাড়া, মোহরা শিল্প এলাকা, চৌধুরী বাড়ি, ব্যাপারী পাড়া, বাহির সিগন্যাল, শংকর দেওয়ানজী হাট, শ্যামলী আবাসিক এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

১৩ আগস্ট, শনিবার 
বিক্রয় ও বিতরণ বিভাগ-ষোলোশহর এর  আওতাধীন ৩৩ কেভি হাটহাজারী সার্কিট-০১ বন্ধ থাকিবে, ৩৩/১১ কোভি অক্সিজেন উপকেন্দ্রের কে-০৭, কে-০৯ এবং কে-১২ ফিডার আওতায় এর আওতায় আমিন জুট মিলস আমিন টেক্সাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, মোমিনবাগ, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, তাহেরাবাদ, আতুরার ডিপো, পিয়াজু গলি, রৌফাবাদ সমাজসেবা হইতে ফয়েজ টাওয়ার ও পাশ্ববর্তী এলাকাসমূহ, অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়ার মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর,শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন ও পার্শ্ববর্তী এলাকাসমূহ এবং ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার ষোলো-০৩, ০৬, ৮ নম্বর ফিডার এর আওতায় বায়োজিদ এলাকা, কিপ্লটন গার্মেন্টস, রেনেস্কা গার্মেন্টস, এম কে স্টীল ও পাশ্ববর্তী এলাকাসমূহ,  জালালাবাদ এলাকা হইতে নতুন পাড়া পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানসমূহ, নতুন পাড়া কাঠাল বাগান রোড, তুফানী রোড, চিকনদন্ডী, পূর্ব কূলগাঁও, কুলগাঁও আ/এ, বালুছড়া, বালুছড়া আ/এ কাশেম ভবনসহ তৎসংলগ্ন এলাকা। বি. দ্র. ৩৩/১১ কেভি ষোলোশহর উপকেন্দ্রের ১১ কেভি ষোলো-০২ নম্বর ফিডারের মাধ্যমে চট্টগ্রাম সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সবরাহ করা হবে।

১৩ আগস্ট, শনিবার 
বিক্রয় ও বিতরণ বিভাগ-চকরিয়া- এর আওতাধীন ৩৩ কেভি কক্সবাজার-চকরিয়া লোডশেড এর আওতায় থাকবে এবং ৩৩ কেভি লামা ফিডার বন্ধ থাকবে।

১৩ আগস্ট, শনিবার 
বিক্রয় ও বিতরণ বিভাগ-খুলশী এর আওতাধীন ৩৩ কেভি খুলশী-জালালাবাদ সার্কিট-০২, ১১ কেভি খুলশী- ০২.০৩.০৪, ১২ নম্বর ফিডার এবং স্টেডিয়ামের আওতাধীন ৩৩ কেভি খুলশী-স্টেডিয়াম সার্কিট-০২ আওতায় চক্ষু হাসপাতাল, ইউএসটিসি, বিটিভি, স্ক্যান্ডা সেন্টার, সিটিসি সেন্টার, দক্ষিণ খুলশী রোড-০১, ০২, ০৩ ঝাউতলা, নাসিরাবাদ প্রপার্টিজ, গরিবুল্লাহ শাহ আ/এ, সিটি করপোরেশন আ/এ, মেয়র ভবন,  
আবাসিক এলাকা, মামু ভাগিনার বাজার এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সবরাহ বন্ধ থাকিবে। বি. দ্র. তাছাড়া উক্ত সাট-ডাউনকালীন স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ফি ডারসমূহ/ এলাকাসমূহ চক্রাকারে লোডশেডিং করা হবে।

১৩ আগস্ট, শনিবার 
বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট এর আওতাধীন সন্দ্বীপ ৩৩ কেভি সোর্স লাইন এবং এনাম নাহার ৩৩/১১ কেভি  উপকেন্দ্র ও তালতলী ৩৩/১১ উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার এর এনাম নাহার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডারের এর আওতাধীন এলাকা। 

বৃহস্পতিবার, ১৮ আগস্ট 
সকাল ৮ টা থেকে দুপুর ২ টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা  আওতাধীন ১১ কেভির মোহরা-০২ এবং মোহরা-১১ নং ফিডারের আওতায়  পশ্চিম মোহরা, গোলাপের দোকান, ধূপ পোল, অন্যান্য আবাসিক এলাকা রোড, গোয়ালের ঘাটা, বণিক পাড়া, মোহরা শিল্প এলাকা, চৌধুরী বাড়ি, মোহরা শিল্প এলাকা, ব্যাপারী পাড়া, বাহির সিগন্যাল,শংকর দেওয়ানজী হাট,শ্যামলী আবাসিক এলাকা সমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

২০ আগস্ট শনিবার
বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট এর আওতাধীন সন্দ্বীপ ৩৩ কেভি সোর্স লাইন এবং এনাম নাহার ৩৩/১১ কেভি  উপকেন্দ্র ও তালতলী ৩৩/১১ উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার এর এনাম নাহার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডারের এর আওতাধীন এলাকা। 

রোববার, ২১  আগস্ট 
সকাল ৮ টা থেকে দুপুর ২ টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা  আওতাধীন ১১ কেভির মোহরা-০২ এবং মোহরা-১১ নং ফিডারের আওতায়  পশ্চিম মোহরা, গোলাপের দোকান, ধূপ পোল, অন্যান্য আবাসিক এলাকা রোড, গোয়ালের ঘাটা, বণিক পাড়া, মোহরা শিল্প এলাকা, চৌধুরী বাড়ি, মোহরা শিল্প এলাকা, ব্যাপারী পাড়া, বাহির সিগন্যাল,শংকর দেওয়ানজী হাট,শ্যামলী আবাসিক এলাকা সমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

২৭ আগস্ট শনিবার
বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাট এর আওতাধীন সন্দ্বীপ ৩৩ কেভি সোর্স লাইন এবং এনাম নাহার ৩৩/১১ কেভি  উপকেন্দ্র ও তালতলী ৩৩/১১ উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার এর এনাম নাহার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডারের এর আওতাধীন এলাকা। 

-সিভয়েস/আরকে/এআর

সর্বশেষ

পাঠকপ্রিয়