Cvoice24.com

বেকারি পণ্যে কেমিক্যাল ব্যবহার, জরিমানা গুনলো ৩ প্রতিষ্ঠান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২২
বেকারি পণ্যে কেমিক্যাল ব্যবহার, জরিমানা গুনলো ৩ প্রতিষ্ঠান

নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করায় চট্টগ্রাম নগরের তিন প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নগরের মাইলের মাথা ও স্টিলমিল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

তিনি সিভয়েসকে বলেন, নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত কেমিক্যাল ব্যবহার ও বিধিমালা না মেনে পণ্যের মোড়ক দেয়ায় নগরের মাইলের মাথা এলাকার আদর্শ বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় দোকানে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখায় স্টিলমিল বাজার এলাকার এ কে ফার্মেসিকে ৩০ হাজার ও নুর ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়