Cvoice24.com

ডেঙ্গু ঠেকাতে ভবন-ছাদবাগানে অভিযান, জরিমানা গুনলো চার মালিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ২১ সেপ্টেম্বর ২০২২
ডেঙ্গু ঠেকাতে ভবন-ছাদবাগানে অভিযান, জরিমানা গুনলো চার মালিক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি ছাদ বাগান ও তিনটি নির্মানাধীন ভবনে অভিযান চালিয়ে চার ভবন মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ  আদালত। 

বুধবার (২১ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযান পরিচালনা করেন।

এর আগে সকালে নগরের পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ডেঙ্গু রোগ সচেতনতা ও প্রতিরোধ ক্যাম্পেইন আয়োজন করে চসিক। এছাড়া নগরের মুরাদপুর এলাকার পিলখানা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ড্রেন দখল করে গড়ে তোলা একটি দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

একই অভিযানে ১নম্বর রেল গেইট থেকে আতুরের ডিপো পর্যন্ত হাটহাজারী রোডের দু’পাশে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ২০টি দোকানের বর্ধিতাংশ সরিয়ে দেওয়া হয়েছে। হাটহাজারী রোডের জায়গা ও রাস্তা দখল করে লোহা ও পুরাতন গাড়ির যন্ত্রাংশ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

সর্বশেষ

পাঠকপ্রিয়