Cvoice24.com

সীতাকুণ্ডে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২২
সীতাকুণ্ডে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ড এলাকায় যাত্রীবাহী ট্রেন বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে বগিটি উদ্ধার ট্রেন চলাচল স্বাভাবিক করে।   

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী সিভয়েসকে বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭ টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। ভাটিয়ারী স্টেশন ক্রস করার সময় অতিরিক্ত লাইনে থাকা অবস্থায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়