Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

হোল্ডিং ট্যাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ মেয়রের 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৩
হোল্ডিং ট্যাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ মেয়রের 

গণশুনানির মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় করার সুযোগ থাকায় নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। 

বুধবার (১ ফেব্রুয়ারি) চসিকের ২৪, ২৫, ২৬, ২৭ এবং ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সার্কেল-৭ এর গণশুনানিতে মেয়র এ কথা বলেন। 

চসিক মেয়র বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চসিক হোল্ডিং ট্যাক্স নেয় এবং সেই ট্যাক্সের টাকা নগর উন্নয়নে ব্যয় করে। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নাগরিকদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি কাজ করছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিগুলো এ সুযোগে গুজব ছড়াচ্ছে। নাগরিকদের বলতে চাই আপনারা আতঙ্কিত হবেন না। আমি প্রতিটি ওয়ার্ডে শুনানি করে হোল্ডিং ট্যাক্স বেশি হলে তা সহনীয় করে দিচ্ছি। আমি চট্টগ্রামের সন্তান হিসেবে আপনাদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। কেবল ট্যাক্স ইস্যু নয় যে কোন সমস্যায় আমাকে ডাকুন, আমি আপনাদের পাশে আছি।”

শুনানিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, লায়ন মোহাম্মদ ইলিয়াস, জাফরুল হায়দার সবুজ, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বিউটি, জাহেদা বেগম পপি, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়