Cvoice24.com

ওয়াসার কোপ পোর্ট কানেক্টিং রোডে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ২৩ মার্চ ২০২৩
ওয়াসার কোপ পোর্ট কানেক্টিং রোডে

পোর্ট কানেক্টিং সড়কে পাইপ লাইন বসানোর কাজ শুরু করেছে ওয়াসা।

চট্টগ্রামের লাইফলাইন খ্যাত সড়কে ‘পোর্ট কানেক্টিং সড়কে’ ওয়াসার খড়গ নেমেছে। পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ‘খড়গ’ কাটিয়ে উঠতে না উঠতেই সড়কটিতে পড়েছে ওয়াসার কোপ। কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্টের পাইপ লাইন বসাতে সড়কটির বিভিন্ন স্থানে তিনদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি।

একদিকে রোজার মাস, অন্যদিকে ওয়াসার খোঁড়াখুঁড়ি— সব মিলিয়ে যানজট ধুলোবালিতে আবারও নরক যন্ত্রণায় পড়তে যাচ্ছে হালিশহরবাসী। যদিও ওয়াসা কর্তৃপক্ষ বলছে, খোঁড়ার সঙ্গে সঙ্গেই পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। যার ফলে তেমন একটা দুর্ভোগ মানুষকে পোহাতে হবে না। 

হালিশহর বি ব্লক এলাকার বাসিন্দা ওমর শরীফ নাইম সিভয়েসকে বলেন, গত তিনদিন ধরে পোর্ট কানেক্টিং রোডে ওয়াসার কাটাকাটি চলছে। শুনেছি পানির পাইপ লাইন বসাচ্ছে। কয়দিন পর নাকি আবার শুয়ারেজের পাইপ বসাবে। কয়েকদিন ধরে যানজট লক্ষ্য করছি। রোজায় এটা আরও ভোগাতে পারে।

চট্টগ্রাম ওয়সার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম সিভয়েসকে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে আমরা রাস্তায় পানির পাইপের কাজ শুরু করেছি। আমরা সাধারণ মানুষের দুর্ভোগের বিষয় খেয়াল রেখে কাজ চালিয়ে যাচ্ছি। রাস্তা কাটার সাথে সাথে পাইপ বসানো হচ্ছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সার্ভিস লাইনের কাজ শেষ হয়ে যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়