নাসিরবাদে বায়ু দূষণের দায়ে কারখানা সিলগালা
সিভয়েস প্রতিবেদক
বায়ু দূষণের দায়ে নগরের নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ মে) চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।
এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন কারখানাটি পরিবেশের জন্য হুমকি স্বরূপ বলে অবহিত করে ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও সিএমপি সহায়তা করে।
অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন থেকে এলাকাবাসী এ কারখানার বিরুদ্ধে জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ করে আসছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ২০২২ সালের অক্টোবরে কারখানাটিকে সতর্ক করে জরিমানা করা হয় এবং কারখানা কর্তৃপক্ষ পরিবেশ সম্মতভাবে উৎপাদন কার্যক্রম চালাবে মর্মে মুচলেকা দিয়েছিল। কিন্তু পুনরায় তারা কালোধোঁয়া উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখে। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়ে।