চবি ভর্তিচ্ছুদের অবরোধ, ২০ মিনিট দেরিতে ছাড়ল সোনার বাংলা
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের বিনা টিকেটে ট্রেনে উঠতে বাধা দেয়ায় সোনার বাংলা ট্রেন আটকে দেয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ মে) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিটেরও বেশি সময় পরে ছেড়ে গেছে ট্রেনটি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান সিভয়েসকে বলেন, বিনা টিকেটে প্রায় ৭০ থেকে ৮০ জন পরীক্ষার্থী ট্রেনে উঠতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পরে তাঁরা সবাই মিলে ট্রেনে ছাড়ার আগ মুহূর্তে সোনার বাংলার ইঞ্জিনের সামনে চলে আসে। প্রায় ২০ মিনিট পর্যন্ত প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে। পরে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকায় তাদের ৮০০ টাকার ইএফটি টিকিট দিয়ে ট্রেনে তুলে দিলে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।