Cvoice24.com

পুকুর ভরাট করায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পরিবেশের মামলা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ২২ মে ২০২৩
পুকুর ভরাট করায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পরিবেশের মামলা

নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলি এলাকার ছদু চৌধুরী বাড়ির পুকুর ভরাটের অভিযোগে ২ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। সোমবার (২২ মে) চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে মামলাটি করেন।  

আসামিরা হলেন— ছদু চৌধুরী বাড়ির বাসিন্দা মো. আনিসুর রহমান চৌধুরী (৪৮) এবং তার স্ত্রী বিবি ফাতেমা (৪১)। 

এ বিষয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শনকালে পুকুরটির আনুমানিক ১০ শতক জায়গা ভরাট অবস্থায় পাওয়া যায়। ভরাটকৃত জায়গায় আনুমানিক ২০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত টিনের ঘর তৈরি করা হয়েছে। পুকুরের প্রবেশপথে বাঁশের চাটাইয়ের বেড়াও তৈরি করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর শুনানির নোটিশ দিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করতে বলা হয় অভিযুক্ত আনিসুর রহমানকে। 

তিনি আরও জানান, পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলের দুই দফা শুনানিতে পুকুর পুন:খননের নির্দেশ দেওয়া হয়। পুকুর পুন:খননের জন্য এক মাসের সময়সীমাও বেধে দেওয়া হয়। এরপরেও পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনায় পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। আজ মামলা করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়