Cvoice24.com


জলাবদ্ধতায় নগরবাসীর পাশে থাকতে চীন সফর বাতিল করলেন মেয়র নাছির

প্রকাশিত: ০৯:০২, ১২ জুন ২০১৮
জলাবদ্ধতায় নগরবাসীর পাশে থাকতে চীন সফর বাতিল করলেন মেয়র নাছির

ছবি: সংগৃহীত

টানা তিনদিনের ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমরসমান পানি। নগরবাসীর যখন এই বেহাল অবস্থা ঠিক তখনই চীন সফর বাতিল করলেন নগরপিতা আ জ ম নাছির উদ্দিন। জলাবদ্ধ নগরবাসীর পাশে থাকার জন্যই মূলত তিনি এই সফর বাতিল করেছেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ১৩ জুন বুধবার চীনের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিলো মেয়রের। সেখানে চায়না-সাউথ এশিয়া ফোরামে অংশগ্রহণসহ বিভিন্ন দেশের ডেলিগেটদের সাথে বৈঠক ছিলো তাঁর। এরপর কুনমিং মিউনিসিপালে সংবর্ধণা অনুষ্ঠানে যোগদান ও কুনমিং বিশ্ববিদ্যালয় পরিদর্শনেরও কথা ছিলো মেয়রের। ১৭ জুন দেশে ফেরার কথা ছিলো তাঁর। কিন্তু আকস্মিক দুর্যোগে নগরবাসীর দুর্ভোগের কথা ভেবে মেয়র বাতিল করলেন এই সফর।

এই ব্যাপারে মেয়র সিভয়েসকে বলেন, নগরবাসীর দুর্ভোগে কিভাবে আমি চীন যাই। ঐ সফর থেকে এই মুহুর্তে নগরবাসীর পাশে থেকে সেবা করে যাওয়াটাই প্রধান দায়িত্ব। তাই চীন সফর বাতিল করেছি।

সিভয়েস/এইচআর/এমইউ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়