Cvoice24.com

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ২৭ আগস্ট ২০২৩
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত

কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সড়ে দাড়িয়েছে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে আগামী ২৮ তারিখ চট্টগ্রামসহ সারা বাংলাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে ।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সিভয়েসকে বিষয়টি সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। তিনি বলেন,  প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। উচ্চ পর্যায় থেকে এ বৈঠকের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি ১০ কর্মদিবস স্থগিত করেছি।

উল্লেখ্য, মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। কয়েক দফায় অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা এবং ধর্মঘট পালন করেছেন তারা। তবে বিভিন্ন সময়ে রেলওয়ের মহাপরিচালক, রেলসচিব, রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন তারা।
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়