Cvoice24.com

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তাকে বদলি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ১৪ নভেম্বর ২০২৩
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তাকে বদলি

লুৎফুন নাহার।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারকে বদলি করা হয়েছে। তবে কেন কী কারণে এ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তা জানা যায়নি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

চসিকের এই শিক্ষা কর্মকর্তাকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়।

এদিকে, প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ ১৪ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন। অন্যথায় আজ দুপুরে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হবেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: