Cvoice24.com

চসিকের প্রধান প্রকৌশলী হলেন নবীউল ইসলাম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ নভেম্বর ২০২৩
চসিকের প্রধান প্রকৌশলী হলেন নবীউল ইসলাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রধান প্রকৌশলী মো. নবীউল ইসলাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে মো. নবীউল ইসলামকে। এলজিইডির পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব পালন করেছেন তিনি।

রবিবার (১৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে  এ কর্মকর্তাকে প্রেষণে চসিকের প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিককে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়। 

প্রশাসনিক প্রয়োজনে তাকে বদলি উল্লেখ করে তাকে ২২ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে হবে। নতুবা ২৩ নভেম্বরে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।

সিভয়েস/এসআর/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়