Cvoice24.com

ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

প্রকাশিত: ১৪:৩৪, ২৮ মে ২০২৪
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২ জুন থেকে শতভাগ অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার (২৮ মে) রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ২ জুন থেকে বিক্রি শুরু হবে।’

এতে জানানো হয়, ২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ৩ জুন বিক্রি হবে ১৩ জুনের, ৪ জুন হবে ১৪ জুনের, ৫ জুন বিক্রি হবে  ১৫ জুনের এবং ৬ জুন বিক্রি হবে ১৬ জুনের অগ্রিম টিকিট। একইভাবে  ১০ জুন থেকে ১৪ জুন বিক্রি করা হবে ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

এর আগে, আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় আগামী ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেয়া হয়। 

প্রসঙ্গত, ক্যালেন্ডারের ঘোষণা অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি আগামী ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত। তবে এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার থাকায় এবারের ঈদে ৫ দিনের ছুটি ভোগ করতে পারবেন কর্মজীবীরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: