চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন চলবে আরও এক মাস
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলরত বিশেষ ট্রেন ‘কক্সবাজার স্পেশাল’ এর সার্ভিস আরো এক মাস বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২৪ জুন) ট্রেনটি বন্ধ হওয়ার কথার কথা ছিল। কিন্তু যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে এ বিশেষ ট্রেনটি ২৪ জুলাই পর্যন্ত ট্রেনটি চালু রাখার কথা জানিয়েছে। একই সময়ে ট্রেনটির কোচসংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৬টি করা হয়েছে।
জানা যায়, গেল রোজার ঈদের আগে ৮ এপ্রিল ট্রেনটি চালু করে রেলওয়ে। যাত্রী চাহিদা বেশি হওয়ায় সার্ভিস চালু রাখা হয়। পরবর্তী সময়ে ৫২ দিন যাত্রী পরিবহনের পর ক্রু ও ইঞ্জিন সংকট দেখিয়ে ২৯ মে চট্টগ্রাম–কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে। এ নিয়ে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে টানা ১২ দিন বন্ধ থাকার পর কোরবানির ঈদের আগে গত ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ট্রেনটি ফের চালু হয় এবং এটি ২৪ জুন পর্যন্ত চলাচলের কথা ছিল। কিন্তু যাত্রীর চাহিদা ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটির সার্ভিস আরো এক মাস বাড়িয়েছে রেলওয়ে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম–কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলরত ঈদের স্পেশাল ট্রেনটি রোজার ঈদের সময় কয়েক দফায় সময় বাড়িয়ে ট্রেনটি ৫২ দিন চালানো হয়েছিল। কোরবানির ঈদেও ট্রেনটি চালু হলে যাত্রী চাহিদা বেশি ছিল। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে আগামী ২৪ জুলাই পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করা দুটি ট্রেনে চট্টগ্রামের যাত্রীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৩০টি সিট। আর স্পেশাল ট্রেনে সিট রয়েছে ৭০৫টি। ট্রেনটি সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার পৌঁছে। আবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে রওনা হয়ে রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার পথে প্রতিটি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী ওঠানামা করার কারণে ট্রেনটির প্রতি এই রুটের যাত্রীদের মাঝে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে ।