Cvoice24.com

বাঁশিতে জীবন, বাঁশিতেই জীবিকা

প্রকাশিত: ১০:৩৪, ২৪ এপ্রিল ২০১৮
বাঁশিতে জীবন, বাঁশিতেই জীবিকা

অনেক পেশা থাকা সত্ত্বেও বাঁশিকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন অনীল বিশ্বাস । ছবি : আজীম অনন

বাঁশির সাথে সখ্যতা, বাঁশিতেই জীবন। বাঁশি বিক্রী করেই চলে জীবিকা। জব্বারের বলি খেলা উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলার মতো দেশের নানা প্রান্তে বাঁশি বিক্রী করে জীবিকা নির্বাহ করে আবু বক্কর। 

জীবন জীবিকার সাথে বাঁশিকেই তিনি বেঁছে নিয়েছেন সঙ্গী হিসেবে। সকলের কাছে তিনি বক্কর বাঁশিওয়ালা নামেই পরিচিত।

জব্বারের বলি খেলায় তিনি দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে বাঁশি বিক্রী করতে আসেন। শুধু জব্বারের বলি খেলাই নয়, দেশের নানা প্রান্তের বিভিন্ন মেলায় বাঁশি বিক্রী করেন তিনি।

আবু বক্কর জানান, অনেক পেশা থাকলেও বাঁশিকেই তিনি জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। অবসরে বাঁশি বাজান। তার বাঁশির সুরে মুগ্ধ হয় মেলায় আগত দর্শকরা। 

তিনি জানান, দেশের বিভিন্ন মেলায় বাঁশি বিক্রী করলেও জব্বারের বলি খেলার প্রতি তার আলাদা টান রয়েছে। এই মেলায় চিরায়ত বাঙ্গালীর সকল অনুষঙ্গ খুঁজে পান তিনি। তাই সারাবছর এই মেলার অপেক্ষায় থাকেন শরিয়তপুরের এই বাঁশিওয়ালা। 

আজ মঙ্গলবার দুপুর ১ টায় লালদিঘীর পাড়ে আয়োজিত মেলায় কথা হয় আরেক বাঁশি বিক্রেতা অনিল বিশ্বাসের সাথে। তার বাড়ী কুমিল্লার হোমনা এলাকায়। 

চট্টগ্রাম থেকে বাঁশ কিনে পরিবারের সকল সদস্য মিলে বাঁশি তৈরী করেন। সেই বাঁশি বিক্রী করেন দেশের নানা প্রান্তে আয়োজিত মেলায়। জব্বারের বলি খেলায় দীর্ঘ ২২ বছর ধরে বাঁশি বিক্রী করতে আসেন তিনি। 

১০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা দামের বাঁশি আছে তার দোকানে। মেলায় মূলত স্কুল ছাত্ররাই প্রধান ক্রেতা। 

চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র রাকিব উদ্দিন বলেন, বাঁশি তার খুবই প্রিয়। বন্ধুরা মিলে মেলায় এসেছেন। প্রত্যেকে ১ টি করে বাঁশি কিনেছে তারা। 

--সিভয়েস/এইচআর/এমইউ
 

177

সর্বশেষ

পাঠকপ্রিয়