Cvoice24.com

ঈদ ফ্যাশনে ছেলেদের পছন্দ শর্ট পাঞ্জাবি

প্রকাশিত: ১৫:৫৩, ২৯ মে ২০১৮
ঈদ ফ্যাশনে ছেলেদের পছন্দ শর্ট পাঞ্জাবি

ছবি : মিনহাজ ঝন্টু

পাঞ্জাবি। চিরায়ত বাঙালি ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। উৎসব পার্বণে বাঙালি পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি। পাঞ্জাবি ছাড়া কোন উৎসবই যেন জমে না। আর ঈদ হলে তো কথাই নেই। ঈদ উৎসবের পুরো আমেজ ফুটে ওঠে পাঞ্জাবিতে। আর এ জন্য সবারই একটি মনের মতো এবং মানানসই পাঞ্জাবি চাই-ই। তাই বরাবরের মতো এবারও ঈদের প্রধান পোশাক পাঞ্জাবি কিনতে পুরুষরা মার্কেটে ভিড় জমাচ্ছেন। দশ রমজানের পর থেকে চট্টগ্রামে জমে উঠেছে পাঞ্জাবির বিকিকিনি।

বিপনি বিতানের (নিউ মার্কেট) বাঙালি বাবুর ম্যানেজার দুলাল বলেন, পাঞ্জাবি এখন কেবল ধর্মীয় পোশাক নয়, এটি ফ্যাশনে পরিণত হয়েছে। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সবাই পড়ছেন। বিশেষ করে ঈদে পাঞ্জাবির চাহিদা প্রচুর। এসব মাথায় রেখে আমরা পাঞ্জাবির রঙ এবং ডিজাইনে বৈচিত্রতা এনেছি। অন্যান্য বারের তুলনায় এবার পাঞ্জাবির চাহিদা অনেক বেড়েছে। 

নগরীর রেয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, পাঞ্জাবির ডিজাইন ও রঙে ব্যাপক পরিবর্তন এসেছে। লেগেছে নান্দনিকতার ছোঁয়া। কটন, সিল্ক ও লিলেনের কাপড়ের উপর প্রিন্ট, বুটিক এবং হাতের কাজ করা পাঞ্জাবির পাশাপাশি কারচুপির কাজ করা পাঞ্জাবির আধিক্য দেখা গেছে প্রতিটি দোকান এবং বুটিক হাউসগুলোতে। বিক্রিও হচ্ছে প্রচুর। 

তবে তরুণদের কাছে গাঢ় রঙের শর্ট পাঞ্জাবির চাহিদাই বেশি। এসব পাঞ্জাবির দামও বেশ চড়া। তারপরও ঈদের প্রধান পোশাকটি আগে ভাগে কিনে নিতে ব্যস্ত কিশোর, তরুণ এবং যুবকরা। পাশাপাশি বয়স্করাও কিনছেন তাদের জন্য মানানসই সাদা ও হালকা রঙের পাঞ্জাবি। 

মঙ্গলবার টেরি বাজারে রাউজান উপজেলার কচুখাইন থেকে দলবেঁধে পাঞ্জাবি কিনতে এসেছেন ছয় যুবক। তারা জানান, ঈদের অন্যান্য বাজার নিজ এলাকা থেকে সেরে নিয়েছেন। শহরে এসেছেন পছন্দের পাঞ্জাবি কিনতে। প্রতিবছর বন্ধুরা দলবেঁধে শুধু পাঞ্জাবি কিনতেই নগরীর টেরি বাজারে আসেন। 

সাদমান নামে এক যুবক বলেন, নিউ মার্কেট ঘুরে টেরি বাজারে এসেছি। এখানে পাঞ্জাবির প্রচুর শো-রুম গড়ে ওঠেছে। কালেকশনও যথেষ্ট ভাল। আমরা ছয় বন্ধু একই ডিজাইনের সাতশ’ টাকা করে ছয়টি শর্ট পাঞ্জাবি কিনেছি। পাঞ্জাবিগুলো খুব পছন্দ হয়েছে বলে জানান তিনি। 

এবার বিভিন্ন বুটিক হাউস শিশুদের জন্য নিয়ে এনেছে নানা স্টাইলের বাহারি রঙের পাঞ্জাবি। এসব পাঞ্জাবি অভিজাত শ্রেণির ক্রেতারা তাদের ছোট্ট সোনামনিদের জন্য কিনছেন দেদার।

খোঁজ নিয়ে জানা গেছে, শৈল্পিক, আড়ং, ম্যানস ক্লাব, ক্যাটস আই, ম্যাপল, হ্যান্ডিবাজার, বাঙালি বাবু, লুবনান, রেভলন, মুনওয়াকার, রিচম্যানসহ দেশীয় ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলো সম্পূর্ণ ঈদের ফ্যাশন নিয়ে হাজির হয়েছে। 

দেখা গেছে, এসব শোরুমগুলোতে শার্ট, টি-শার্টের চাইতে পাঞ্জাবির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। শোরুমগুলোতে ৫০০ টাকা থেকে ১৫০০০ টাকায় পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। 

আজ মঙ্গলবার চট্টগ্রামের বৃহৎ পাঞ্জাবি মার্কেট রেয়াজউদ্দিন বাজার ও টেরি বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড়ে কোথাও তিল ধারণের ঠাঁই নেই। এই দুই মার্কেটে ক্রেতাদের বেশির ভাগই মধ্যবিত্ত শ্রেণির। এখানে ৪০০ থেকে ৩২০০ টাকায় পাঞ্জাবি বিক্রি হচ্ছে। 

এছাড়া রেডিমেট পাঞ্জাবির পাশাপাশি পাঞ্জাবির কাপড়ও দেদার বিক্রি হচ্ছে রেয়াজুদ্দিন বাজার ও টেরি বাজারের । রকমারি ডিজাইনের এসব পাঞ্জাবি সর্বনিম্ন ৩৫০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, ফুটপাতেও ছেলেদের পোশাকের মধ্যে রঙ বেরঙের শর্ট পাঞ্জাবি বিক্রি বেশি হচ্ছে বলে জানান হকাররা।

সিভয়েস/এইচআর/এমইউ
 

সরোজ আহমেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়