Cvoice24.com

বিশ্বকাপে খেলবেন অ্যাগুয়েরো

প্রকাশিত: ১১:০৯, ২৪ এপ্রিল ২০১৮
বিশ্বকাপে খেলবেন অ্যাগুয়েরো

মিডফিল্ডার লুকাস বিলিয়ার ইনজুরি বাড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা দলের কপালে চিন্তার ভাঁজ। তবে এবার একটা সুসংবাদই শুনল বটে নীল-আকাশি শিবির। হঠাৎই চোটে পড়ে  অ্যাগুয়েরোর বিশ্বকাপই হয়ে পড়েছিল অনিশ্চিত। আশার কথা, ম্যানসিটি তারকাকে রাশিয়ায়  বিশ্বকাপে মাঠে পাওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।
আর্জেন্টাইন ফরোয়ার্ড জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বকাপেই মাঠে নামবার। তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চলছে পুরোদমে, এখন হাঁটতেও পারছেন তিনি। বিশ্বকাপে তাই গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই দলে যোগ দেওয়ার আশা করতেই পারেন অ্যাগুয়েরো।

সপ্তাহ খানেক আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে অ্যাগুয়েরোর। ফলে বিশ্বকাপে মাঠে নামতে পারবেন কি না, সে নিয়ে দেখা দিয়েছিল সংশয়। আর্জেন্টাইন দলের ফিজিও নিজেও বলছিলেন, বিশ্বকাপের আগে সুস্থ হওয়ার সম্ভাবনা কম এই ফরোয়ার্ডের।

তবে অ্যাগুয়েরোর সেরা ওঠার গতি দেখে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে না হলেও গ্রুপ পর্বের শেষ দিক থেকেই মাঠে নামতে পারবেন। অবশ্য বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচে নামতে পারছেন না তিনি। নাইজেরিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ থেকেই ফের অ্যাগুয়েরোকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। 

গত সপ্তাহেই হাঁটুর ইনজুরিতে চার থেকে পাঁচ সপ্তাহের জন্য বিশ্রামে চলে গিয়েছিলেন অ্যাগুয়েরো। ১ জুন থেকে স্পেনের বার্সেলোনায় আর্জেন্টিনা দল শুরু করবে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি। সব ঠিকঠাক থাকলে প্রস্তুতি ক্যাম্পে সেদিন থেকেই যোগ দিতে পারবেন ২৯ বয়স্ক এই ফরোয়ার্ড।

সিভয়েস/এএইচ

104

সর্বশেষ

পাঠকপ্রিয়